Ajker Patrika

সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে: তথ্যমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে: তথ্যমন্ত্রী

‘শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ বদলে গেছে। যে মানুষটি ১২-১৩ বছর আগে বিদেশ গেছে তারা দেশ চিনতে পারেন না। সমগ্র পৃথিবী এটির প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন। মির্জা ফখরুল ইসলামরা কিছুই দেখতে পায় না।’ 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী। তথ্যমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও গোহাটির আসামে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরাই এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। এই টাকা দিয়ে তারেক জিয়া বিলাস বহুল জীবন যাপন করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করত, সবকিছুতে মরার রাজনীতি না করত তাহলে দেশ আরও এগিয়ে যেত।’ 

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, পৌর মেয়ের তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত