Ajker Patrika

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল

নতুন কমিটি গঠনের পাঁচদিনের মাথায় বহিরাগতদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন। তবে মিছিলে সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের তিনজনই উপস্থিত ছিলেন না। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করে সটকে পড়েছেন। তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন সভাপতি। 

আজ বুধবার সকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মিছিলটি মূল ক্যাম্পাসের বাইরে দুই নম্বর ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সভাপতি ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

নতুন কমিটির পাঁচ সদস্যের অন্তত দুইজন আজকের পত্রিকাকে বলেন, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে মূল ক্যাম্পাসের বাইরে ঝটিকা মিছিল করেছেন। এর দ্বারা তিনি প্রকারান্তরে সংগঠনকে ছোট করেছেন। 

তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহশিন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনকে অন্যরা সহযোগিতা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।’ 

মূল ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুদিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবো না। আমরা কার্যক্রম মাত্র শুরু করেছি। আমরা ধীরে সুস্থে আগাচ্ছি।’

এর আগে গত শুক্রবার দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে পাঁচ সদস্যের তিনজনই কমিটির বিষয়ে নিজেদের অসন্তোষের বিষয় গণমাধ্যমকে জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত সোমবার ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত