নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি উন্নয়ন কর ও জমির নামজারি থেকে শুরু করে সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’
আজ শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আমি জানি না, এই বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ, দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি উন্নয়ন কর ও জমির নামজারি থেকে শুরু করে সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’
আজ শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আমি জানি না, এই বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ, দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৩৬ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে