নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি উন্নয়ন কর ও জমির নামজারি থেকে শুরু করে সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’
আজ শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আমি জানি না, এই বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ, দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি উন্নয়ন কর ও জমির নামজারি থেকে শুরু করে সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’
আজ শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আমি জানি না, এই বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ, দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে