Ajker Patrika

সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ মে ২০২৩, ২০: ৩৮
সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ভূমি উন্নয়ন কর ও জমির নামজারি থেকে শুরু করে সকল প্রকার ভূমিসেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেক পরিশ্রমের পর ভূমি মন্ত্রণালয়কে ইমেজ সংকটের জায়গা থেকে বের করে এনেছি। ভূমিসেবা এখন হাতের মুঠোয়।’

আজ শনিবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ভূমিমন্ত্রী বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি জমির খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। খাজনা আদায় সম্পূর্ণ অনলাইন হওয়ার পর এক মাসে খাজনা আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করছি বছরে ২ হাজার কোটি টাকা খাজনা আদায় করা যাবে।’ 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই বাংলাদেশ পরপর দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আমি জানি না, এই বাংলার জনগণ কীভাবে উপকৃত হয়েছিল। তবে তারা বুঝতে পেরেছে, এখন তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে গেছে। কারণ, দেশে আর একটা পদ্মা সেতু, টানেল কিংবা মেট্রোরেল তো হবে না। তারা জনগণকে কী বলবে?’ 

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ। 

পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত