হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে খাল দখল করে প্রাচীর নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না।
জানা গেছে, শত বছরের পুরোনো খালটি দিয়ে বর্ষা মৌসুমে মাহামুদাবাদ এলাকার পাহাড়ি ঢল প্রবাহিত হয়। গত এক সপ্তাহ ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি খালের মাটি কেটে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শফি সরকার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে খালের ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছে। এ ছাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে সে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
অবৈধভাবে খালের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ব্যাপারে মোহাম্মদ শফি বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি, কারও অনুমতির প্রয়োজন নাই। তা ছাড়া আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কি করতে পারেন তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘নন্দিরহাট এলাকায় খাল (ছড়া) দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তবে করপোরেশনের লোক পাঠিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে খাল দখল করে প্রাচীর নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না।
জানা গেছে, শত বছরের পুরোনো খালটি দিয়ে বর্ষা মৌসুমে মাহামুদাবাদ এলাকার পাহাড়ি ঢল প্রবাহিত হয়। গত এক সপ্তাহ ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি খালের মাটি কেটে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শফি সরকার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে খালের ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছে। এ ছাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে সে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
অবৈধভাবে খালের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ব্যাপারে মোহাম্মদ শফি বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি, কারও অনুমতির প্রয়োজন নাই। তা ছাড়া আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কি করতে পারেন তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘নন্দিরহাট এলাকায় খাল (ছড়া) দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তবে করপোরেশনের লোক পাঠিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২৪ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
২৮ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩৯ মিনিট আগে