Ajker Patrika

ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারী নিহত, আহত ২

প্রতিনিধি
ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারী নিহত, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সকালে উপজেলার কাঞ্চনগর গ্রামের ডলু পাড়ায় বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ডলু পাড়ার বানুশ্বর দাশের স্ত্রী লাকী দাশ (৩৮) ও মৃত যোগেন্দ্র শীলের স্ত্রী ভানু রানী শীল (৪০)। আহত হয়েছেন-মালতী রানী দাশ (৫০) ও শোভা রানী দে (৪৫)।

জানা গেছে, রোববার ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তাঁরা চার নারী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে আবদুল মোনায়েম চৌধুরী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে লাকী দাশ ও ভানু রানী শীল মারা যান। আহত অপর দুই নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁরা সকলে কামলা হিসেবে ধান খেতে কাজ করছিল। মুহূর্তেই বজ্রপাতে তাঁরা হতাহত হলেন। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত