Ajker Patrika

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৮: ৩২
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার 

চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাবেদ খান (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্দেহভাজন ঘোরাফেরার সময় বিএনপি নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

গ্রেপ্তার জাবেদ খান নগরীর খুলশী থানার নিউ ঝাউতলা কলোনির বাসিন্দা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে সাংগঠনিক কোনো পদে আছেন কি না তা নিশ্চিত করা না গেলেও নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

এ ছাড়া ওই যুবক ২১ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলার ২১৯ নম্বর আসামি বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে জাবেদ ঘোরাফেরা করছিল। স্থানীয় জনতার সন্দেহ হলে তারা তাঁকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দিলে আমরা গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত