কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে দুষ্কৃতকারীদের গুলিতে প্রধান মাঝি (নেতা) মোহাম্মদ হোসেন (৩৮) আহত হয়েছেন। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার বলেন, গতকাল রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকেরা পাহারায় ছিল। পরে দুষ্কৃতকারীরা ওই ব্লকের হেড মাঝি মো. হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হেড মাঝিকে প্রথমে ক্যাম্পের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পে টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে দুষ্কৃতকারীদের গুলিতে প্রধান মাঝি (নেতা) মোহাম্মদ হোসেন (৩৮) আহত হয়েছেন। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার বলেন, গতকাল রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকেরা পাহারায় ছিল। পরে দুষ্কৃতকারীরা ওই ব্লকের হেড মাঝি মো. হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হেড মাঝিকে প্রথমে ক্যাম্পের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পে টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
২ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের
১৬ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সজল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি পাওয়া যায়।
১৮ মিনিট আগেশিরকের অভিযোগে মাদারীপুরে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় সামাজিক বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
২১ মিনিট আগে