Ajker Patrika

নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না, ডাক দিলেই চলে আসবেন: ফরিদুন্নাহার লাইলী

কমলনগর (প্রতিনিধি) 
নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না, ডাক দিলেই চলে আসবেন: ফরিদুন্নাহার লাইলী

দলীয় নেতা–কর্মীদের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। এটা বিএনপির মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে।  

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতা–কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাইলী এসব কথা বলেন। কমলনগরের জমিদার হাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এই সময় তিনি যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না, ডাক দিলেই চলে আসবেন। 

সভায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা, পৌর ও সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সব ইউনিয়ন চেয়ারম্যান ও সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ। 

ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি ভোটে এলে হেরে যাবে, সেই ভয় থেকেই তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। এ দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। তারা শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী আর কাউকে পায়নি। জনপ্রিয় নেতা পায়নি। সাহসী নেতা পায়নি। তাই তারা শেখ হাসিনাকে হারাতে চায় না। 

বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা মেট্রোরেল চায়নি। পদ্মা সেতু চায়নি। কর্ণফুলী টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। তারা শেখ হাসিনাকেও পছন্দ করে না। তাঁর অপরাধ, তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত