কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে।
হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো।
কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে