কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে একই ফাঁদে জড়িয়ে দুজন আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকির খিল বিলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মোহাম্মদ জাহেদ (১৫)। সে ওই ইউনিয়নের বৈরাগ খান বাড়ির আবদুল হাফেজের ছেলে। আহত দুজন হলেন জাহেদের চাচাতো ভাই আমির খান (২৪) ও গোলবাহার বেগম (৪০) নামের এক নারী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে পাহাড় থেকে চারটি বন্য হাতির একটি দল বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। হাতির পালটি ওই এলাকায় রাতদিন তাণ্ডব চালায়। এ জন্য স্থানীয়রা ফকির খিল বিলের কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
আজ বিকেলে বিল থেকে গরু আনতে গিয়ে ফাঁদে বিদ্যুতায়িত হয় কিশোর জাহেদ। তার চিৎকারে আশপাশ থেকে নারীসহ দুজন উদ্ধারে এগিয়ে এসে তাঁরাও বিদ্যুতায়িত হন। এলাকাবাসী পরে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান, জাহেদ বেঁচে নেই। এ ছাড়া আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। সন্ধ্যায় পুলিশ এসে জাহেদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জাহেদের মামাতো ভাই মো. শাকিল বলেন, হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়রা কৃষিজমিতে কভারবিহীন বৈদ্যুতিক তার টাঙিয়ে রেখেছেন। দিনের বেলায় হাতি না এলেও তারে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। এসব তার ভালো করে দেখাও যায় না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে একই ফাঁদে জড়িয়ে দুজন আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকির খিল বিলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মোহাম্মদ জাহেদ (১৫)। সে ওই ইউনিয়নের বৈরাগ খান বাড়ির আবদুল হাফেজের ছেলে। আহত দুজন হলেন জাহেদের চাচাতো ভাই আমির খান (২৪) ও গোলবাহার বেগম (৪০) নামের এক নারী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে পাহাড় থেকে চারটি বন্য হাতির একটি দল বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। হাতির পালটি ওই এলাকায় রাতদিন তাণ্ডব চালায়। এ জন্য স্থানীয়রা ফকির খিল বিলের কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
আজ বিকেলে বিল থেকে গরু আনতে গিয়ে ফাঁদে বিদ্যুতায়িত হয় কিশোর জাহেদ। তার চিৎকারে আশপাশ থেকে নারীসহ দুজন উদ্ধারে এগিয়ে এসে তাঁরাও বিদ্যুতায়িত হন। এলাকাবাসী পরে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান, জাহেদ বেঁচে নেই। এ ছাড়া আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। সন্ধ্যায় পুলিশ এসে জাহেদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জাহেদের মামাতো ভাই মো. শাকিল বলেন, হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়রা কৃষিজমিতে কভারবিহীন বৈদ্যুতিক তার টাঙিয়ে রেখেছেন। দিনের বেলায় হাতি না এলেও তারে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। এসব তার ভালো করে দেখাও যায় না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)। কিন্তু নিয়োগের ১৫ মাসেও রাজকীয় এই বিদেশি অপারেটরের গরিবি হাল কাটছে না। প্রতিষ্ঠানটি এখনো পণ্য খালাসের..
১৭ মিনিট আগেঝালকাঠি শহরে অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়কে ভ্রাম্যমাণ বাজারের কারণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং চলাচলে বিঘ্ন দেখা দেয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।
২৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে ২৬ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদের ফি নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ শিক্ষার্থীদের জন্য ঠিকভাবে ব্যয় করা হয় না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে