কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আটক যুবকেরা হলেন আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাঁদের মধ্যে একজন কক্সবাজারের, একজন চট্টগ্রামের ও তিনজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে ঘুরতে বের হয়েছিলেন এক নারী পর্যটক এবং তাঁর স্বামী। হঠাৎ করে কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরেন এবং নানা অজুহাতে কথা বলা শুরু করেন।
একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পলাতক রয়েছেন। তাঁদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে জানান তিনি।
আটক যুবকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে জানিয়ে অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ আরও বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আটক যুবকেরা হলেন আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাঁদের মধ্যে একজন কক্সবাজারের, একজন চট্টগ্রামের ও তিনজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে ঘুরতে বের হয়েছিলেন এক নারী পর্যটক এবং তাঁর স্বামী। হঠাৎ করে কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরেন এবং নানা অজুহাতে কথা বলা শুরু করেন।
একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পলাতক রয়েছেন। তাঁদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে জানান তিনি।
আটক যুবকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে জানিয়ে অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ আরও বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে