Ajker Patrika

মাহফিলে উসকানিমূলক মামলায় কুমিল্লার আদালতে মামুনুল হক

কুমিল্লা প্রতিনিধি
মাহফিলে উসকানিমূলক মামলায় কুমিল্লার আদালতে মামুনুল হক

মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ মামলার চার্জ গঠন করেন। ওই মামলার চার্জ গঠনের শুনানিতে তিনি উপস্থিত হন। মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আইনজীবী জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

আদালতে মাওলানা মামুনুল হকসহ অন্যরা নির্দোষ দাবি করে অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করবেন বলে জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত