Ajker Patrika

কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 
ইমাম হোসেন বাচ্চু। ছবি: সংগৃহীত
ইমাম হোসেন বাচ্চু। ছবি: সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন।

আজ শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ৯টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম হোসেন বাচ্চু কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সকালে কারাভ্যন্তরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর দ্রুত তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

বাচ্চুকে হত্যা ও হত্যাচেষ্টায় করা দুটি মামলায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গত ৩০ মার্চ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত