চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় একজন উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা লাল মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ৬টার দিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ নারীসহ ১৪ জনকে আটক করেছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম আল মামুন, কনস্টেবল আব্দুল আল মামুন ও তারিকুল ইসলাম। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। বর্তমানে তাঁরা চমেকে চিকিৎসাধীন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘মঙ্গলবার রাতে সেখানে পুলিশ টহলে গেলে রাকিব নামের এক ব্যক্তি কিরিচ হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মো. শামীম আল মামুনসহ পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। লুট হওয়া অস্ত্র আজ বুধবার সকাল ৬টায় উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এসআই শামীমের বাম হাতে দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন ও মাথায় তিনটি কোপ লেগেছে। কনস্টেবল মামুনের বাম হাত ভেঙে গেছে। তারিকুলের মাথায় কয়েকটি কোপের আঘাত রয়েছে। তিনজনের সারা শরীর কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। সরকারি কর্মচারীদের দায়িত্বপালনে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে তিনজন পুলিশ টহল দিচ্ছিল। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামের এক যুবক কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
তখন পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে ধাওয়া খেয়ে গ্রামের ভেতর চলে যায়। পুলিশ তাঁকে আটক করতে গ্রামের ভেতর অভিযানে নামে। এ সময় ৪০-৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন তিন পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়।
কক্সবাজারের চকরিয়ায় একজন উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা লাল মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ৬টার দিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ নারীসহ ১৪ জনকে আটক করেছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম আল মামুন, কনস্টেবল আব্দুল আল মামুন ও তারিকুল ইসলাম। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। বর্তমানে তাঁরা চমেকে চিকিৎসাধীন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘মঙ্গলবার রাতে সেখানে পুলিশ টহলে গেলে রাকিব নামের এক ব্যক্তি কিরিচ হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মো. শামীম আল মামুনসহ পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। লুট হওয়া অস্ত্র আজ বুধবার সকাল ৬টায় উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এসআই শামীমের বাম হাতে দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন ও মাথায় তিনটি কোপ লেগেছে। কনস্টেবল মামুনের বাম হাত ভেঙে গেছে। তারিকুলের মাথায় কয়েকটি কোপের আঘাত রয়েছে। তিনজনের সারা শরীর কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। সরকারি কর্মচারীদের দায়িত্বপালনে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে তিনজন পুলিশ টহল দিচ্ছিল। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামের এক যুবক কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল।
তখন পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে ধাওয়া খেয়ে গ্রামের ভেতর চলে যায়। পুলিশ তাঁকে আটক করতে গ্রামের ভেতর অভিযানে নামে। এ সময় ৪০-৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন তিন পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে