Ajker Patrika

নোয়াখালীর সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর, আহত ২

প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)
নোয়াখালীর সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর, আহত ২

প্রথম ধাপে অনুষ্ঠেয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচরের ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. মনির আহমেদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় চশমা প্রতীকের দুজন কর্মী আহত হন। গতকাল বুধবার রাত নয়টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজারে এ ঘটনা ঘটে। 

স্বতন্ত্র প্রার্থী মনির আহমেদে জানান, `এলাকার সাধারণ জনগণ সব সময় আমার সঙ্গে ছিল এবং থাকবে। তাদের ভয় দেখাতেই আমার অফিসে তাঁরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।' হামলার ঘটনায় তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের লোকদের দায়ী করেন। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচার দাবি করেন। 

মনির আহমেদের ছোট ভাই আবুল কাশেম বলেন, `চশমা প্রতীকের নির্বাচনী অফিসে নৌকা প্রতীকের ৫০ থেকে ৬০ জন সমর্থক অতর্কিত হামলা চালায়। প্রথমে এসে চেয়ার টেবিল, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে।' 

নৌকা প্রতীকের সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ভূঁইয়া অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে আমার লোকজনের ওপর দায় চাপাচ্ছে। এর আগে গতকাল সন্ধ্যার সময় আমার প্রচার গাড়িতে হামলা করে মাইক ভাঙচুর করেছে তাঁরা। নিজেদের দোষ ঢাকতে চশমা প্রতীকের প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছে। 

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত