হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর নোয়াখালীর হাতিয়া উপজেলার ইব্রাহিম মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), মো. ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় হওয়া সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে জহির উদ্দিন বাবরের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। আব্দুর রহমান নামে অপর একজনের মাথা কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাতেই জেলা সদরে পাঠানো হয়। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে সাগরিয়া বাজারে তাঁদের আগে থেকে নির্ধারণ করা পথসভা ছিল। পথসভার জন্য লোকজন ৮ নম্বর ওয়ার্ড থেকে সাগরিয়া বাজারে আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন।
ফখরুল ইসলাম আরও বলেন, ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। এ ঘটনায় একজনের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সাগরিয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেই। পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা বলতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসেবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাস্টারসহ অনেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নির্বাচন করছেন।
হাতিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর নোয়াখালীর হাতিয়া উপজেলার ইব্রাহিম মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), মো. ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় হওয়া সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে জহির উদ্দিন বাবরের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। আব্দুর রহমান নামে অপর একজনের মাথা কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাতেই জেলা সদরে পাঠানো হয়। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে সাগরিয়া বাজারে তাঁদের আগে থেকে নির্ধারণ করা পথসভা ছিল। পথসভার জন্য লোকজন ৮ নম্বর ওয়ার্ড থেকে সাগরিয়া বাজারে আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন।
ফখরুল ইসলাম আরও বলেন, ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। এ ঘটনায় একজনের হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সাগরিয়া বাজারে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেই। পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা বলতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসেবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাস্টারসহ অনেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নির্বাচন করছেন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে