নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন।
দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। এতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ (রোববার) কুমিল্লা কারাগারে বন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’
চট্টগ্রামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন।
দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। এতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ (রোববার) কুমিল্লা কারাগারে বন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৪ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৩ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৪ মিনিট আগে