Ajker Patrika

চট্টগ্রাম ভেটেরিনারির সহকারী পরিচালককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আবু মো. আরিফ। ছবি: সংগৃহীত
আবু মো. আরিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবু মো. আরিফকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ছুটি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় তাঁকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবু মো. আরিফ গত ৫ আগস্টের পর থেকে ছুটি ছাড়া অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের ৬০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গতকাল রোববার তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আবু মো. আরিফ জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে যোগদানের আগে আবু মো. আরিফ বাংলাদেশ ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি এবং এর আগে চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন।

তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি নেওয়ায় তিন কর্মকর্তাকে পদাবনতি দেয় সিভাসু কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত