Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের নাম আজিমুল্লাহ (৪৮)। তিনি রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড (প্রধান) মাঝি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীস্থ ১৮ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় আজিমুল্লাহকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টের একটি হাসপাতালে স্থানীয়রা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন। 

মোহাম্মদ কামরান হোসাইন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত