নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করে সংকট নিরসনের দাবি জানান।
বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। রমজানে সেই সংকট চরম আকার ধারণ করেছে। ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড়, কদমতলী ও হালিশহরসহ আরও কয়েকটি এলাকা পানিসংকট চলছে।
নগরীর হালিশহর এলাকার বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রমজানের সময় আমরা নিয়মিত পানি পাচ্ছি না। গত শনিবার থেকে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ বন্ধ। বিভিন্ন সময় ওয়াসার পাইপলাইন ফেটে যায়। যার কারণে আমরা তীব্র পানিসংকটে ভুগছি। আমরা এই চলমান সংকটের নিরসনের দাবি জানাতে এখানে এসেছি।’
মো. রফিক নামের একজন গ্রাহক বলেন, ‘দীর্ঘদিন ধরে বাসাবাড়ি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে ওয়াসার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নিয়মিত ওয়াসার পানির অভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে।’
বিক্ষোভকারীরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিকদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সন্ধ্যার ভেতর পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেয় ওয়াসা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে নগরীর সাগরিকা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উন্নয়নকাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগ্রাবাদসহ আশপাশের অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১৫ ফুট মাটির নিচে আমাদের প্রধান সরবরাহ লাইনের একটা পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আশপাশের কিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাইপলাইন মেরামতের কাজ চলছে। দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করে সংকট নিরসনের দাবি জানান।
বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। রমজানে সেই সংকট চরম আকার ধারণ করেছে। ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড়, কদমতলী ও হালিশহরসহ আরও কয়েকটি এলাকা পানিসংকট চলছে।
নগরীর হালিশহর এলাকার বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রমজানের সময় আমরা নিয়মিত পানি পাচ্ছি না। গত শনিবার থেকে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ বন্ধ। বিভিন্ন সময় ওয়াসার পাইপলাইন ফেটে যায়। যার কারণে আমরা তীব্র পানিসংকটে ভুগছি। আমরা এই চলমান সংকটের নিরসনের দাবি জানাতে এখানে এসেছি।’
মো. রফিক নামের একজন গ্রাহক বলেন, ‘দীর্ঘদিন ধরে বাসাবাড়ি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে ওয়াসার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নিয়মিত ওয়াসার পানির অভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে।’
বিক্ষোভকারীরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিকদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সন্ধ্যার ভেতর পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেয় ওয়াসা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে নগরীর সাগরিকা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উন্নয়নকাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগ্রাবাদসহ আশপাশের অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১৫ ফুট মাটির নিচে আমাদের প্রধান সরবরাহ লাইনের একটা পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আশপাশের কিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাইপলাইন মেরামতের কাজ চলছে। দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৮ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে