তাসনীম হাসান, চট্টগ্রাম
সময় তখন রাত তিনটা। চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেট এলাকা থেকে জিইসিতে নিজ বাসায় ফিরছিলেন ২৮ বছরের এক তরুণী। তাঁকে বহনকারী রিকশাটি আখতারুজ্জামান উড়ালসড়কের মুখে আসতেই ৬ দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তাঁরা রিকশাচালককে তাড়িয়ে দিয়ে ওই তরুণীকে সড়কের এক পাশে নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই দুর্বৃত্তরা। বিপদের কথা আঁচ করতে পেরে কিছু দূর এগিয়ে ওই রিকশাচালক ঘটনাটি খুলে বলেন আরেক রিকশাচালক আব্দুল হান্নানকে।
বিষয়টি জানার পর একটুও দেরি করেননি আব্দুল হান্নান। নিজের ফোনটি বের করেই কল করেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ। ফোন পেয়ে ১৫ মিনিটেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে ওই তরুণীকে উদ্ধারের পাশাপাশি ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ নামের তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি গত রোববার রাতের। ধর্ষণ চেষ্টার এই ঘটনায় পরদিন সোমবার রাতে সাইফুল ইসলাম, আবদুল খালেক ও মোহাম্মদ হোসেন নামের অপর তিনজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
রিকশাচালক আব্দুল হান্নানের এমন কাজের প্রশংসা করছে সবাই। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই রিকশাচালক ৯৯৯–এ ফোন করে বিষয়টি না জানালে বড় বিপদ হতে পারত। এমন ঘটনার পর ধর্ষকেরা প্রমাণ মুছে ফেলতে খুন করতেও দ্বিধা করে না। ওই রিকশাচালক ফোন না করলে এমন কিছুর শঙ্কাই ছিল। সে জন্য আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। গতকাল বুধবার দুপুরে নিজের কার্যালয়ে ডেকে ওই রিকশাচালকের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন তিনি।
এক নারীর ‘জীবন’ বাঁচিয়ে নায়ক বনে যাওয়া আব্দুল হান্নানের সঙ্গে বুধবার বিকেলে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘এক নারী বিপদে পড়েছেন শুনেই মা–বোনের মুখটি মনে পড়ছিল। তাঁরাও তো এমন বিপদে পড়তে পারতেন। সে জন্য সাতপাঁচ না ভেবে ৯৯৯–এ ফোন করি। পুলিশও তাৎক্ষণিকভাবে সাড়া দেন। ফলে দ্রুত উদ্ধার করা গেছে ওই নারীকে। ধর্ষকেরাও গ্রেপ্তার হয়েছে।’
একটু থেমে আব্দুল হান্নান বলেন, ‘তখন সড়কে একটা দুইটা গাড়ি চলছিল। প্রথমে ভেবেছিলাম, কয়েকজন চালককে থামিয়ে একসঙ্গে ওই নারীকে উদ্ধার করতে যাব। কিন্তু পরে ভাবি–এটা সম্ভব হবে না। ওই যুবকেরা মাদকাসক্ত ছিল, তাই ভেবেছি তাঁদের হাতে হয়তো অস্ত্র থাকতে পারে। পরে ৯৯৯–এ ফোন দিয়ে ওই যুবকদের ওপর নজর রাখি। পুলিশ আসলে যুবকদের দেখিয়ে দেই।’
৯৯৯–এ ফোন দিলে দ্রুত সাড়া পাওয়া যায় তা আব্দুল হান্নান জেনেছিলেন ৪ বছর আগে। তখন এক পথচারী ৯৯৯–এ ফোন করে সড়ক দুর্ঘটনায় পড়া এক ব্যক্তির খবর জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই ঘটনা থেকেই ৯৯৯–এ ফোন দেওয়ার সাহস পান আবদুল হান্নান।
আব্দুল হান্নান বলেন, ‘পড়ালেখা না করলেও বাংলায় কি লিখছে মোটামুটি বুঝতে পারি। গাড়ির পেছনে ৯৯৯–এ ফোন দেওয়ার বিজ্ঞাপন দেখে জানতে পারি, এই জরুরি সেবায় কল করলে সাড়া মেলে। ৪ বছর আগে তো নিজ চোখেই দেখেছি—এই নম্বরে কল দিলে পুলিশ আসে। তা থেকেই নিজেও ওই নারীর বিপদের কথা ৯৯৯–এ ফোন করে জানাই।’
৩০ বছরের আব্দুল হান্নানকে এখন সবাই চেনে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে তাঁর ছবিও। ওই দুর্বৃত্তদের সহযোগীরা হয়তো টার্গেট করতে পারেন হান্নানকে। এমন কিছুর আশঙ্কা করলেও ভয় পাচ্ছেন না দুই ছেলের বাবা আব্দুল হান্নান। তিনি বলেন, ‘এই ঘটনার পর হয়তো কারও টার্গেটেও পড়তে পারি। কিন্তু আমি একটুকুও ভয় পাচ্ছি না। নিজেকে বলেছি, একটা ভালো কাজ করেছি। সেটির জন্য বিপদ আসলেও সমস্যা নেই। ভয় পাচ্ছি না।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ওই নারীর ভাগ্য ভালো ছিল–একজন সচেতন মানুষ বিষয়টি দেখতে পেয়েছেন। কেননা সময়মতো ওই রিকশাচালক ৯৯৯–এ ফোন না করলে আমরা হয়তো ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত নারীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি আসামিদেরও গ্রেপ্তার করতে পারতাম না। আর এমন ঘটনায় খুনের ঘটনাও ঘটে। ওই রিকশাচালক বিষয়টি দ্রুত আমাদের জানানোয় তেমন কিছু হয়নি। সে জন্য পুলিশ কমিশনার মহোদয় ওই রিকশাচালককে পুরস্কৃত করেছেন।’
সময় তখন রাত তিনটা। চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেট এলাকা থেকে জিইসিতে নিজ বাসায় ফিরছিলেন ২৮ বছরের এক তরুণী। তাঁকে বহনকারী রিকশাটি আখতারুজ্জামান উড়ালসড়কের মুখে আসতেই ৬ দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তাঁরা রিকশাচালককে তাড়িয়ে দিয়ে ওই তরুণীকে সড়কের এক পাশে নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই দুর্বৃত্তরা। বিপদের কথা আঁচ করতে পেরে কিছু দূর এগিয়ে ওই রিকশাচালক ঘটনাটি খুলে বলেন আরেক রিকশাচালক আব্দুল হান্নানকে।
বিষয়টি জানার পর একটুও দেরি করেননি আব্দুল হান্নান। নিজের ফোনটি বের করেই কল করেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ। ফোন পেয়ে ১৫ মিনিটেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে ওই তরুণীকে উদ্ধারের পাশাপাশি ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ নামের তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি গত রোববার রাতের। ধর্ষণ চেষ্টার এই ঘটনায় পরদিন সোমবার রাতে সাইফুল ইসলাম, আবদুল খালেক ও মোহাম্মদ হোসেন নামের অপর তিনজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
রিকশাচালক আব্দুল হান্নানের এমন কাজের প্রশংসা করছে সবাই। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই রিকশাচালক ৯৯৯–এ ফোন করে বিষয়টি না জানালে বড় বিপদ হতে পারত। এমন ঘটনার পর ধর্ষকেরা প্রমাণ মুছে ফেলতে খুন করতেও দ্বিধা করে না। ওই রিকশাচালক ফোন না করলে এমন কিছুর শঙ্কাই ছিল। সে জন্য আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। গতকাল বুধবার দুপুরে নিজের কার্যালয়ে ডেকে ওই রিকশাচালকের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন তিনি।
এক নারীর ‘জীবন’ বাঁচিয়ে নায়ক বনে যাওয়া আব্দুল হান্নানের সঙ্গে বুধবার বিকেলে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘এক নারী বিপদে পড়েছেন শুনেই মা–বোনের মুখটি মনে পড়ছিল। তাঁরাও তো এমন বিপদে পড়তে পারতেন। সে জন্য সাতপাঁচ না ভেবে ৯৯৯–এ ফোন করি। পুলিশও তাৎক্ষণিকভাবে সাড়া দেন। ফলে দ্রুত উদ্ধার করা গেছে ওই নারীকে। ধর্ষকেরাও গ্রেপ্তার হয়েছে।’
একটু থেমে আব্দুল হান্নান বলেন, ‘তখন সড়কে একটা দুইটা গাড়ি চলছিল। প্রথমে ভেবেছিলাম, কয়েকজন চালককে থামিয়ে একসঙ্গে ওই নারীকে উদ্ধার করতে যাব। কিন্তু পরে ভাবি–এটা সম্ভব হবে না। ওই যুবকেরা মাদকাসক্ত ছিল, তাই ভেবেছি তাঁদের হাতে হয়তো অস্ত্র থাকতে পারে। পরে ৯৯৯–এ ফোন দিয়ে ওই যুবকদের ওপর নজর রাখি। পুলিশ আসলে যুবকদের দেখিয়ে দেই।’
৯৯৯–এ ফোন দিলে দ্রুত সাড়া পাওয়া যায় তা আব্দুল হান্নান জেনেছিলেন ৪ বছর আগে। তখন এক পথচারী ৯৯৯–এ ফোন করে সড়ক দুর্ঘটনায় পড়া এক ব্যক্তির খবর জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই ঘটনা থেকেই ৯৯৯–এ ফোন দেওয়ার সাহস পান আবদুল হান্নান।
আব্দুল হান্নান বলেন, ‘পড়ালেখা না করলেও বাংলায় কি লিখছে মোটামুটি বুঝতে পারি। গাড়ির পেছনে ৯৯৯–এ ফোন দেওয়ার বিজ্ঞাপন দেখে জানতে পারি, এই জরুরি সেবায় কল করলে সাড়া মেলে। ৪ বছর আগে তো নিজ চোখেই দেখেছি—এই নম্বরে কল দিলে পুলিশ আসে। তা থেকেই নিজেও ওই নারীর বিপদের কথা ৯৯৯–এ ফোন করে জানাই।’
৩০ বছরের আব্দুল হান্নানকে এখন সবাই চেনে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে তাঁর ছবিও। ওই দুর্বৃত্তদের সহযোগীরা হয়তো টার্গেট করতে পারেন হান্নানকে। এমন কিছুর আশঙ্কা করলেও ভয় পাচ্ছেন না দুই ছেলের বাবা আব্দুল হান্নান। তিনি বলেন, ‘এই ঘটনার পর হয়তো কারও টার্গেটেও পড়তে পারি। কিন্তু আমি একটুকুও ভয় পাচ্ছি না। নিজেকে বলেছি, একটা ভালো কাজ করেছি। সেটির জন্য বিপদ আসলেও সমস্যা নেই। ভয় পাচ্ছি না।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ওই নারীর ভাগ্য ভালো ছিল–একজন সচেতন মানুষ বিষয়টি দেখতে পেয়েছেন। কেননা সময়মতো ওই রিকশাচালক ৯৯৯–এ ফোন না করলে আমরা হয়তো ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত নারীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি আসামিদেরও গ্রেপ্তার করতে পারতাম না। আর এমন ঘটনায় খুনের ঘটনাও ঘটে। ওই রিকশাচালক বিষয়টি দ্রুত আমাদের জানানোয় তেমন কিছু হয়নি। সে জন্য পুলিশ কমিশনার মহোদয় ওই রিকশাচালককে পুরস্কৃত করেছেন।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে