Ajker Patrika

জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩: ০০
জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জনদুর্ভোগ এড়াতে নিজ এলাকায় সংবর্ধনা গ্রহণ করেননি। অনেকটা গোপনে চট্টগ্রামে নিজ বাড়িতে চলে যান। 

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে অফিস শেষে বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী। পরে সড়কপথে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেট চশমা হিলের নিজ বাড়িতে পৌঁছান তিনি। 

এর আগে চট্টগ্রামে মন্ত্রী আসার খবরে পুরো চট্টগ্রামে হাজারো নেতা কর্মী তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ছিলেন। 

এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাকে সংবর্ধনা জানাতে গিয়ে সাধারণ মানুষ জনদুর্ভোগে শিকার হোক, তা আমি চাই না। তবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনব। সমস্যা সমাধানের চেষ্টা করব। 

শিক্ষামন্ত্রী ১৯ জানুয়ারি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ পরবর্তী সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত