Ajker Patrika

চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের অবরোধ, বাস-শাটল ট্রেন বন্ধ

চবি প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৪
চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের অবরোধ, বাস-শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করাসহ তিন দফা দাবিতে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের ৬টি গ্রুপ। এতে স্থগিত হয়ে গেছে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, শিক্ষক ও কর্মচারীদের বাসও বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ও ২ নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রলীগের ৬টি গ্রুপ। গ্রুপগুলো হলো-ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করা; কমিটি থেকে বিতর্কিত, বিবাহিত, নিষ্ক্রিয় ও অছাত্রদের বাদ দেওয়া এবং কমিটিতে সিনিয়র-জুনিয়র ক্রম ঠিক করা। 

পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে তালা মেরে দেয় আন্দোলনকারীরা। ফলে পরিবহন দপ্তর থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। 

অপরদিকে বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ৭টার ট্রেন ষোলোশহর স্টেশনে আসলে অবরোধকারীরা আটকে দেয়। এ বিষয়ে ষোলোশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধকারীদের বাধার কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৭টার ট্রেন নগরীর ষোলোশহর এবং ৮টার ট্রেন ঝাউতলা অবস্থান করছে।’ 

অবরোধের বিষয়ে আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করাসহ তিন দফা দাবিতে অবরোধকারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিগুলো তো শুনছেই না উল্টো দুদিন আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন যে, হল ও অনুষদ কমিটি গঠন করবেন। এটি পদবঞ্চিতদের সঙ্গে প্রহসন। যারা পদবঞ্চিত হয়েছেন তাঁরা অনেক সিনিয়র। তাই পদবঞ্চিতরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।’ 

শুধু তাই নয়, অবরোধের কারণে আরবি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগীয় সভাপতিরা নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের তা জানিয়ে দিয়েছেন বলেও জানান রকিবুল হাসান দিনার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত