Ajker Patrika

স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৫: ০৬
স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। 

আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত শাকিল খান (২৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বেলাল হোসেনের ছেলে। 

বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইউপি সদস্য জানান, কয়েক বছর আগে পশ্চিম লালানগর এলাকার আনিকাকে বিয়ে করেন শাকিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু কন্যাসন্তানের জন্মের পর থেকে শাকিল ও আনিকার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সামাজিক বৈঠক পর্যন্ত গড়ায়। বৈঠকে সমাধান হয়নি। একপর্যায়ে আনিকা তার বাপের বাড়িতে চলে যান। শাকিল স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেন। 

ইউপি সদস্য আরও জানান, গত শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনতে চেষ্টা করেন শাকিল। কিন্তু স্ত্রী নাকচ করলে শাকিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে চলে যান। সেখানে একটি দোকান থেকে কীটনাশক কিনে তা পান করেন। ঘটনার কিছুক্ষণ পর শাকিলকে ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত