কক্সবাজার প্রতিনিধি
আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল (৩০) ওই ব্লকের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, ‘বিকেলে রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং ২-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বালুর মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিল। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।
তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’
শামীম হোসেন আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল (৩০) ওই ব্লকের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, ‘বিকেলে রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং ২-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বালুর মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিল। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।
তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’
শামীম হোসেন আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২২ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
২৬ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩৮ মিনিট আগে