নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন বলেন, চাকরি জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবে না। শুধু অনুভব করা যায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী বীরপ্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার মো. রইছ উদ্দিন, ফেনী জেলা কমান্ডার আবদুল মোতালেব, রাঙামাটি জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা কমান্ডার মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ।
‘বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন বলেন, চাকরি জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবে না। শুধু অনুভব করা যায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী বীরপ্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার মো. রইছ উদ্দিন, ফেনী জেলা কমান্ডার আবদুল মোতালেব, রাঙামাটি জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা কমান্ডার মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে