Ajker Patrika

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসতঘরসহ কোরবানির ২টি গরু পুরে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন-জয়নাল আবেদীন, মো. সোহাগ, আলাউদ্দিন ও কামাল হোসেন। 

জানা যায়, মিরসরাইয়ের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে ওই চার ঘরে ৪টি পরিবার বসবাস করতেন। তাঁরা একসঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য দুইটি গরু কেনেন। কিন্তু রাতে হঠাৎ করে অগ্নিকাণ্ড হওয়ায় সবকিছু পুড়ে চাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন বলেন, আমরা ঘুমে ছিলাম। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ২টি কোরবানির গরু ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। 

জয়নাল আবেদীন আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত