Ajker Patrika

মাইকিং করেও ভোট পড়ল ১১ শতাংশ, বেসরকারিভাবে নির্বাচিত নৌকার বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২১: ২২
মাইকিং করেও ভোট পড়ল ১১ শতাংশ, বেসরকারিভাবে নির্বাচিত নৌকার বাচ্চু

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শামসল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। 

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেসিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। 

এ সময় বোয়ালখালী আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১৫৬ কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও র‍্যাব। 

১১ দশমিক ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটকক্ষ ১ হাজার ২৫১টি। মোট প্রার্থী ছয়জন। 

এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ) পান ১ হাজার ২৩০, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া (ছড়ি) পান ৫৭৯, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পান ৪৮০ ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পান ৩৬৯। 

আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ৮ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত