Ajker Patrika

রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত রোহিঙ্গা হেড মাঝি আজিম উদ্দিন হত্যার অন্যতম পরিকল্পনাকারী মৌলভি আনাসকে (৪০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আনাস (৪০) ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/ ৫ এর বাসিন্দা মৌলভি জকোরিয়ার ছেলে। 

এপিবিএন জানিয়েছে, আনাস রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যা মামলার ১৪ নম্বর আসামি ও হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। 

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে আজিম উদ্দিনকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আনাসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।’ 

কামরান হোসাইন বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনাসকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে। 

গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন। পরদিন শুক্রবার উখিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা। 

আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলো। এর আগে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন। এ ছাড়া ১৪ এপিবিএনের অভিযানে গত রোববার দিবাগত রাতে নুর মোহাম্মদ নামে অপর এক রোহিঙ্গা হেড মাঝি গ্রেপ্তার হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত