Ajker Patrika

সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ২৩: ১২
সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

রমজান মাসকে সামনে রেখে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় কক্সবাজারের সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে উখিয়ার ইনানীস্থ নৌবাহিনীর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না। বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিরাপত্তা বিবেচনায় পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বার আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল।

বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্ট মার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এর আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানী নৌবাহিনীর জেটিঘাটে ফিরে এসেছে।’ 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জাহাজ মালিক কর্তৃপক্ষ হয়ত ব্যবসায়িক কারণে লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত