Ajker Patrika

কর্ণফুলী নদীতে জাহাজডুবি: নিখোঁজ ৩ জনসহ ৮ মরদেহ উদ্ধার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৫: ৫০
কর্ণফুলী নদীতে জাহাজডুবি: নিখোঁজ ৩ জনসহ ৮ মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাজের কেবিন থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ অপর একজনের মরদেহ পাওয়া যায়। একই দিন জীবিত উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে একজন মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন মারা গেছেন।

এ বিষয়ে নৌ-পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে জাহাজটি উদ্ধার করে সদরঘাট এলাকায় নিয়ে আসা হয়েছে। পরে আজ সকালে জাহাজের কেবিন থেকে আবদুল মোতালেব ও প্রদীপ চৌধুরীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাহাজটি উদ্ধার করে সদরঘাটসংলগ্ন এলাকায় নিয়ে আসার পর আজ সকালে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জাহাজডুবির ঘটনায় এ নিয়ে মোট আটজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বেঁচে যাওয়া নাবিকদের মধ্যেও একজন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত