Ajker Patrika

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পুর্তি পালন

চবি প্রতিনিধি
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পুর্তি পালন

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ২৫ বছর পুর্তিউৎসব সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন দেশের অর্ধ শতাধিক সচিব, মন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যোগদান করেন। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দিনব্যাপী ২৫ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় বোর্ড অব ট্রাস্টিজের ১১ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

২৫ বছর পুর্তির এই উৎসব আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, সোমালিয়ার শিক্ষা উপমন্ত্রী ইঞ্জিনিয়ার আব্দি ফাতাহ ইসাক মোহাম্মদ, সৌদি আরবের সাবেক প্রতিমন্ত্রী ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, ওমান পার্লামেন্টের সদস্য সাইয়্যেদ মাহমুদ, নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেজওয়ান আনসারী, মিশরের সাবেক মন্ত্রী সামী মুহাম্মদ আস শরীফ, আলজেরিয়ার ডিপুটি স্পিকার ইউসুফ আজিচ্ছাসহ বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারবৃন্দ। 

অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিরা বিশ্ববিদ্যালয়ের মনোরম শিক্ষার পরিবেশের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার ২৫ বছরে আইআইইউসি যে সাফল্য দেখিয়েছে তা ঈর্ষণীয়। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পদে সুনামের সঙ্গে কাজ করছে। আইআইইউসি ইসলামি ও আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠার সময়ের প্রতিশ্রুতি রক্ষা করেছে। 

অতিথিরা আরও বলেন, বিশ্বায়নের এ যুগে অবশ্যই শিক্ষার বিস্তার জরুরি। আর এ শিক্ষা বিস্তারে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষা অর্জন করলে হবে না। তা হতে হবে বিশ্বমানের। কারণ শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ২৫ বছর আগে ৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় এখন দেশের প্রথম সারির অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বর্তমানে এখানে শরিয়াহ এবং আধুনিক বিজ্ঞান অনুষদসহ ৬টি অনুষদ এবং ১৪টি বিভাগ রয়েছে। এখানে ১৭ হাজারের অধিক ছাত্র-ছাত্রী দুটি পৃথক ক্যাম্পাসে অধ্যয়ন করছে। এটি এখন যে শুধুমাত্র দেশের সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তা নয়, বিদেশি শিক্ষার্থীদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত