Ajker Patrika

রাউজানে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি কারাগারে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি কারাগারে

চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার আসামির নাম আবু তাহের ওরফে কালামনা। তিনি রাউজান সদর ইউনিয়নের হরিশখানপাড়ার মৃত ইউনুচ কোম্পানীর ছেলে। 

এর আগে গত সোমবার গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার রাউজান থানায় হস্তান্তর করে র‍্যাব। 

আবু তাহেরর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল। তিনি বলেন, র‍্যাব গ্রেপ্তারের পর তাহেরকে রাউজান থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। তাঁকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনার দিন নিহতের মা বাদী হয়ে ১০-১৫ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি আবু তাহের পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত