Ajker Patrika

‘বন্যা থেকে বাঁচাতে ভাগিনাকে এখানে এনেছিলাম, কে জানত এখানেই সর্বনাশ হবে’

রামগড় (খাগড়াছড়ি), প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০০: ২৮
ফেনী নদীতে মিনহাজের খোঁজে অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা
ফেনী নদীতে মিনহাজের খোঁজে অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালায়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার আবার তল্লাশি অভিযান শুরু করা হবে।

নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।

আজ দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান চালায়। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মিনহাজ রামগড়ের ফেনীরকুলে নানাবাড়িতে আসে। ছাগলনাইয়ায় তাদের বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানাবাড়ি পাঠানো হয়। আজ দুপুর ১২টা ২০ মিনিটের সময় ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে নদীর পাড়ে গেলে কাদার মধ্যে পা পিছলে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।

নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, ‘বন্যা থেকে বাঁচাতে ভাগিনাকে এখানে এনেছিলাম, কে জানত এখানেই সর্বনাশ হবে। এখন অন্তত দেহটা পেলেও একটু শান্তি পেতাম।’

রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করেছে ডুবুরি দল। কোথাও সন্ধান পাওয়া যায়নি।

রাঙামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তাঁরা ছয়জনের একটি দল নিয়ে রামগড়ে এসে সন্ধান চালিয়েছেন। সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত