চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আজ বুধবার বেলা ১টার দিকে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।
আহত ব্যক্তিরা হলো রাস্তা পার হতে যাওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়েশা আক্তার (৬), অটোরিকশার যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।
এনামের বাবা খোরশেদ আলম জানান, তাঁর ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। বাড়িতে আসার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তিনি। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর বাবা।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামের শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামের অটোরিকশাযাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আজ বুধবার বেলা ১টার দিকে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।
আহত ব্যক্তিরা হলো রাস্তা পার হতে যাওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়েশা আক্তার (৬), অটোরিকশার যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।
এনামের বাবা খোরশেদ আলম জানান, তাঁর ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। বাড়িতে আসার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তিনি। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর বাবা।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামের শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামের অটোরিকশাযাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৮ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে