Ajker Patrika

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর ‘মেরামত হলো সেই ভাঙা কালভার্ট’

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর ‘মেরামত হলো সেই ভাঙা কালভার্ট’

অবশেষে মেরামত করা হয়েছে কুমিল্লার দেবীদ্বারের সেই কালভার্টের ভাঙা গর্ত। এতে ৪ /৫টি গ্রামের লোকজনের চলাচলে দুর্ভোগ নিরসন হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। সংবাদ ছাপানোর পর রাতে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ তাঁর নিজস্ব অর্থায়নে কালভার্টের ভাঙা অংশটুকু মেরামত করে দেন।

জানা গেছে, এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়েজ উল্লাহ মাস্টারের বাড়ির পাশের ভাঙা কালভার্টটি দিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন যানবাহনসহ স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ নিয়ে যাতায়াত করেছেন। এ ছাড়া এলাহাবাদ ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম কৃষিপ্রধান হওয়ায় কৃষকদের জন্য এ সড়কটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা তাদের বিভিন্ন কৃষিপণ্য বাজারজাত করতে হয় এ সড়ক দিয়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় কালভার্টের ভাঙা গর্তে বাঁশ ও গাছের ডাল ফেলে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সংবাদ প্রকাশ করায় আজকের পত্রিকার দেবীদ্বার প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পত্রিকায় সংবাদ দেখে দ্রুতই কালভার্টের ভাঙা গর্তটি মেরামত করা হয়েছে। যেহেতু এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক তাই সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজের অর্থায়নেই মেরামত করে দিয়েছি। এটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত