চবি সংবাদদাতা
কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে নগরীর ষোলোশহর স্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে গণপদযাত্রা শুরু করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলোশহর স্টেশন থেকে ২ নম্বর গেট, জিইসি, লালখান বাজার, লাভ লেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সহসমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এক এক করে নতুন কর্মসূচি পালন করব।’
এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে নগরীর ষোলোশহর স্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে গণপদযাত্রা শুরু করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলোশহর স্টেশন থেকে ২ নম্বর গেট, জিইসি, লালখান বাজার, লাভ লেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সহসমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এক এক করে নতুন কর্মসূচি পালন করব।’
এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে