চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হলের ফটকে তালা দিয়ে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ২ নম্বর গেট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে আলাওল হলের তালা খুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হলে বিভিন্ন সমস্যা চলছে। সমস্যার বিষয়ে বারবার হল কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মিলছে না। তাই তাঁরা প্রাধ্যক্ষের পদত্যাগ চান। তবে প্রাধ্যক্ষের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সদস্য। কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় এই আন্দোলন করা হচ্ছে।
তালা দেওয়ার বিষয়ে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকো হিমাদ্র বলেন, ‘আমরা যারা আলাওল হলে থাকি, তারা বিভিন্ন সুবিধা বঞ্চিত হচ্ছি। বিশুদ্ধ পানি নেই, হলের ওয়াই-ফাই সমস্যা, আমাদের হলের প্রত্যেকেরই কক্ষে দরজা-জানালা ভাঙা। প্রাধ্যক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও আমরা সুফল পাচ্ছি না।’
রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আলাওল হলে অনেক দিন ধরে পানির সমস্যা, প্রাধ্যক্ষের কাছে বলার পরেও কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের হলে ওয়াইফাই সমস্যা, হলের বাথরুমগুলোতে ঢোকা যায় না, ড্রেনেজের সমস্যা।’
তবে আলাওল হলের প্রাধ্যক্ষ ফরিদুল আলম বলেন, ‘এখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারের একটা বিষয় আছে। জানুয়ারি মাসে আমরা বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি। এখানে কয়েকটা ছেলে সাজা মওকুফের জন্য আবেদন করে, যারা এই হলে থাকে। আমি ডিসিপ্লিনারি কমিটির সদস্য। কমিটি তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা পুনর্বিবেচনা করে সাজা ৫০ শতাংশ মওকুফ করে। কারও কারও ক্ষেত্রে এই সাজার মধ্যেই বিভাগের পরীক্ষা হয়েছে, তাই তাঁদের ফলাফল হচ্ছে না।’
শিক্ষার্থীরা পুরো সাজা মাফ চাচ্ছেন বলে জানিয়ে প্রাধ্যক্ষ ফরিদুল বলেন, ‘আজও সব বিবেচনা করে তাঁদের শাস্তির বিষয়ে বহিষ্কার আদেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়। এই জন্যই তাঁরা আন্দোলন করছেন। আজকে তাঁদের সাজা মাফ করলে এই আন্দোলন তাঁরা করত না।’
প্রাধ্যক্ষ ফরিদুল আরও বলেন, ‘এর আগে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। এখন কোনো সমস্যা নেই। আমার পদের কোনো প্রয়োজন নেই। তবে অন্যায়ের কাছে মাথানত করব না।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে হলে তালা দিয়েছেন। আমরা তাঁদের দাবি লিখে নিয়েছি। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা তালা খুলে দিয়েছেন।’
প্রসঙ্গত, সাংবাদিক হেনস্তা, আবাসিক হলে ভাঙচুর, ছাত্রী হলে মারামারিসহ পৃথক ছয়টি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হলের ফটকে তালা দিয়ে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ২ নম্বর গেট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে আলাওল হলের তালা খুলে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হলে বিভিন্ন সমস্যা চলছে। সমস্যার বিষয়ে বারবার হল কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মিলছে না। তাই তাঁরা প্রাধ্যক্ষের পদত্যাগ চান। তবে প্রাধ্যক্ষের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সদস্য। কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় এই আন্দোলন করা হচ্ছে।
তালা দেওয়ার বিষয়ে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকো হিমাদ্র বলেন, ‘আমরা যারা আলাওল হলে থাকি, তারা বিভিন্ন সুবিধা বঞ্চিত হচ্ছি। বিশুদ্ধ পানি নেই, হলের ওয়াই-ফাই সমস্যা, আমাদের হলের প্রত্যেকেরই কক্ষে দরজা-জানালা ভাঙা। প্রাধ্যক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও আমরা সুফল পাচ্ছি না।’
রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আলাওল হলে অনেক দিন ধরে পানির সমস্যা, প্রাধ্যক্ষের কাছে বলার পরেও কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের হলে ওয়াইফাই সমস্যা, হলের বাথরুমগুলোতে ঢোকা যায় না, ড্রেনেজের সমস্যা।’
তবে আলাওল হলের প্রাধ্যক্ষ ফরিদুল আলম বলেন, ‘এখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারের একটা বিষয় আছে। জানুয়ারি মাসে আমরা বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি। এখানে কয়েকটা ছেলে সাজা মওকুফের জন্য আবেদন করে, যারা এই হলে থাকে। আমি ডিসিপ্লিনারি কমিটির সদস্য। কমিটি তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা পুনর্বিবেচনা করে সাজা ৫০ শতাংশ মওকুফ করে। কারও কারও ক্ষেত্রে এই সাজার মধ্যেই বিভাগের পরীক্ষা হয়েছে, তাই তাঁদের ফলাফল হচ্ছে না।’
শিক্ষার্থীরা পুরো সাজা মাফ চাচ্ছেন বলে জানিয়ে প্রাধ্যক্ষ ফরিদুল বলেন, ‘আজও সব বিবেচনা করে তাঁদের শাস্তির বিষয়ে বহিষ্কার আদেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়। এই জন্যই তাঁরা আন্দোলন করছেন। আজকে তাঁদের সাজা মাফ করলে এই আন্দোলন তাঁরা করত না।’
প্রাধ্যক্ষ ফরিদুল আরও বলেন, ‘এর আগে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। এখন কোনো সমস্যা নেই। আমার পদের কোনো প্রয়োজন নেই। তবে অন্যায়ের কাছে মাথানত করব না।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে হলে তালা দিয়েছেন। আমরা তাঁদের দাবি লিখে নিয়েছি। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁরা তালা খুলে দিয়েছেন।’
প্রসঙ্গত, সাংবাদিক হেনস্তা, আবাসিক হলে ভাঙচুর, ছাত্রী হলে মারামারিসহ পৃথক ছয়টি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে