Ajker Patrika

আবারও কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেন চালকেরা

নিজস্ব প্রতিবেদক
আবারও কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেন চালকেরা

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মাইলেজসহ বেতন না হলে ওই দিন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন লোকোমাস্টাররা (ট্রেন চালক)। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চালকদের সংগঠন রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। 

মো. মজিবুর রহমান জানান, মাইলেজ নিয়ে গত এক বছর থেকেই রেলমন্ত্রী, জিএম সবাই আশ্বাসই দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন না হওয়ায় এমন সিদ্ধান্তে যাচ্ছেন বলে জানান তিনি। 

এই বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। 
 
মো. মজিবুর রহমান জানান, লোকবল সংকটের মধ্যেও লোকোমাস্টাররা অতিরিক্ত ডিউটি করে আসছেন। কিন্তু অতিরিক্ত ডিউটির টাকা হঠাৎ বন্ধ করে দেয়। এতে লোকোমাস্টারদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। এটি নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে বারবার বলার পর এখনো আগের বেতন ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়ন হয়নি। 

এরই মধ্যে গত ডিসেম্বরের রানিং স্টাফদের বেতন বিল হিসাব বিভাগ থেকে ফেরত পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে বেতন না হলে কর্মবিরতিতে যাবেন লোকোমাস্টাররা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত