কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি ‘উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি পরিচয়ধারী ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেল রানার বাড়ি থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।
ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখা হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ‘দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ১ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এক প্রশ্নের জবাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কোনো কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কি না, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।’
কুমিল্লার দাউদকান্দি ‘উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি পরিচয়ধারী ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেল রানার বাড়ি থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।
ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখা হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ‘দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ১ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এক প্রশ্নের জবাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কোনো কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কি না, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৪ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৯ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৪ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে