Ajker Patrika

চাটখিলে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
চাটখিলে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে সাত্রাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাত্রাপাড়া গ্রামের মোকারাম বাড়ির ইকবাল হোসেন মানিকের ছেলে আতাউর রহমান রুবেল (৪৮) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির শাহ আলমের ছেলে সাদেক হোসেন শিখাব (২১)। 

পুলিশ জানায়, নোয়াখলা ইউনিয়নে মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন খবর পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাত্রাপাড়া গ্রামে মাদক বিক্রির সময় মাদক কারবারি রুবেল ও সাদেককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা কার্টুন থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত