Ajker Patrika

অবন্তিকার আত্মহত্যা: ফের জামিন নামঞ্জুর প্রক্টর দ্বীন ইসলামের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৬: ২৪
অবন্তিকার আত্মহত্যা: ফের জামিন নামঞ্জুর প্রক্টর দ্বীন ইসলামের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন। 

আজ বৃহস্পতিবার অবন্তিকা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। 

আইনজীবীরা জানান, দুপুর ১২টার দিকে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন। 

রাষ্ট্রপক্ষের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘জামিন নামঞ্জুর করে আদালত একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেন এমন অপরাধ যেন আর কেউ না করেন।’ 

এদিকে একই মামলায় ২০ মার্চ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিনই অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী আম্মাদ সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত