কুমিল্লা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার অবন্তিকা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা।
আইনজীবীরা জানান, দুপুর ১২টার দিকে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘জামিন নামঞ্জুর করে আদালত একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেন এমন অপরাধ যেন আর কেউ না করেন।’
এদিকে একই মামলায় ২০ মার্চ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিনই অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী আম্মাদ সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
এই সম্পর্কিত আরও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার অবন্তিকা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা।
আইনজীবীরা জানান, দুপুর ১২টার দিকে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘জামিন নামঞ্জুর করে আদালত একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেন এমন অপরাধ যেন আর কেউ না করেন।’
এদিকে একই মামলায় ২০ মার্চ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিনই অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী আম্মাদ সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত শনিবার (১৬ মার্চ) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।
এই সম্পর্কিত আরও পড়ুন:
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
২ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
২ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
২ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
২ ঘণ্টা আগে