Ajker Patrika

খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৮
খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভেসে আসা প্রাইভেট কারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় থানা-পুলিশ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে ভেসে আসে প্রাইভেট কারটি। স্থানীয় লোকজন নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেট কারটি খালের পানি থেকে পাড়ে তুলে আনেন। পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে একটি মোবাইল ফোন ও শার্ট উদ্ধার করে। 

প্রাইভেট কারের মালিক খোঁজার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে খালে প্রাইভেটকারটি ভেসে আসার কারণ ও এর মালিক সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য উদ্ধার করা মোবাইল ফোনটি হচ্ছে একমাত্র সূত্র। তবে অনেক দিন পানিতে পড়ে থাকায় মোবাইল ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’ 

পুলিশ পরিদর্শক সোহেল আরও বলেন, ‘মোবাইল ফোনটি স্থানীয় বাজারের মোবাইল ফোন সার্ভিসের এক কারিগরের দোকানে দিয়েছি মেরামত করে দেখার জন্য। ফোনটি মেরামত করা গেলে সিম ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা যাবে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত