কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পূর্ব বিরোধ ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হন। গতকাল রোববার রাতে নগরীর কান্দিরপাড় টাওয়ার হসপিটালের সামনে এ সংঘর্ষ হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তিনজন আহত হয়েছেন। কবির হোসেন নামে এক যুবদল নেতা বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজের সঙ্গে বিরোধের জেরে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে শুনেছি। সবাই আমাদের লোক। আমরা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপির একটি সূত্র জানায়, গত রমজানে একটি ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা ফখরুল ইসলামকে মারধর করেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এ ঘটনায় ফরিদ উদ্দিন শিবলুর ওপর হামলা করে তাঁকে মারধর করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ। এ ঘটনায় রিয়াজকে পদ থেকে অব্যহতি দেন কেন্দ্রীয় কমিটি। পরে গত ২ জুন কেন্দ্রী যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াজ উদ্দিন রিয়াজের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এ নিয়ে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর অনুসারিরা নগরীতে আনন্দ মিছিল করেন। মিছিলের পরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষে শুরুতে কুমিল্লা-লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০ / ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
এ সময় ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন, অন্তর আহম্মেদ ও মো. সবুজ নামে তিনজন আহত হন। আহতরা আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
কুমিল্লায় পূর্ব বিরোধ ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হন। গতকাল রোববার রাতে নগরীর কান্দিরপাড় টাওয়ার হসপিটালের সামনে এ সংঘর্ষ হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তিনজন আহত হয়েছেন। কবির হোসেন নামে এক যুবদল নেতা বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজের সঙ্গে বিরোধের জেরে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে শুনেছি। সবাই আমাদের লোক। আমরা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপির একটি সূত্র জানায়, গত রমজানে একটি ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা ফখরুল ইসলামকে মারধর করেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এ ঘটনায় ফরিদ উদ্দিন শিবলুর ওপর হামলা করে তাঁকে মারধর করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ। এ ঘটনায় রিয়াজকে পদ থেকে অব্যহতি দেন কেন্দ্রীয় কমিটি। পরে গত ২ জুন কেন্দ্রী যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াজ উদ্দিন রিয়াজের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। এ নিয়ে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর অনুসারিরা নগরীতে আনন্দ মিছিল করেন। মিছিলের পরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষে শুরুতে কুমিল্লা-লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০ / ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
এ সময় ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন, অন্তর আহম্মেদ ও মো. সবুজ নামে তিনজন আহত হন। আহতরা আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
২ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৩ ঘণ্টা আগেঢাকা মহানগরে নতুন ২১টি বাস রুটের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)। তবে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নতুন রুট অনুমোদনের আগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মতামত বা সুপারিশ নেওয়া বাধ্যতামূলক হলেও তা পুরো আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে