Ajker Patrika

কক্সবাজারের সেই হোটেলের ম্যানেজার ৪ দিনের রিমান্ডে 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২১: ৫৪
কক্সবাজারের সেই হোটেলের ম্যানেজার ৪ দিনের রিমান্ডে 

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজুদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ তাঁকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এ আদেশ দেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে সুপার (এসপি) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হোটেল ম্যানেজারকে র‍্যাব শনিবার ভোরে থানায় হস্তান্তর করে। নারী পর্যটক ধর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামি। সবদিক বিবেচনায় নিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু ও জয়কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এসপি আরও বলেন ‘আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলাটি থানায় রুজু হওয়ার পর তদন্ত করার জন্য ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ট্যুরিস্ট পুলিশ ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে।’ 

এর আগে ভুক্তভোগী নারী পর্যটকের জবানবন্দি গ্রহণ করেন আদালত। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়। 

উল্লেখ্য, ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, গত বুধবার রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে এসে ধর্ষণের শিকার হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত