নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজ তুহিন। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘গবেষণা না করেই ভাতা পাচ্ছেন শিক্ষকেরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হন। এ ছাড়া অ্যাকটিভ সাংবাদিক ক্যাটাগরিতে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপনডেন্ট মোহাম্মাদ আজহার এবং ফিচার ক্যাটাগরিতে দৈনিক আজাদীর চবি প্রতিনিধি ইমাম ইমু সেরা সাংবাদিক নির্বাচিত হন।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বর্ষসেরা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে বেলা ১১টায় চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবিসাসের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতারা।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমাদের সব নিউজই ইতিবাচক হওয়া উচিত। কারণ, পড়াশোনায় যে খারাপ, সে-ও উৎসাহ পেলে পড়াশোনায় ভালো করে। তাই বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোকে ইতিবাচকভাবে তুলে ধরলে আমরাও ভালো করার জন্য উৎসাহ পাব। আমাদের মধ্যে ভুলত্রুটি থাকতেই পারে। কিন্তু আমরা অনেক ভালো কাজও করি। চেষ্টা করি সবার আগে ছাত্রদের কথা ভেবে সিদ্ধান্ত নিতে। কিন্তু এরপরও অনেক সময় সবকিছু আমাদের পক্ষে ইতিবাচকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না।’
উপাচার্য আরও বলেন, ‘আমার ওপর অনেক চাপ আসে। অনেক বাধা উপেক্ষা করে আমি প্রশাসনের সবাইকে নিয়ে কাজগুলো করার চেষ্টা করি। আমরা সবার জন্যই চেষ্টা করছি। কিন্তু কিছু নেতিবাচক নিউজ আমাদের কাজকর্ম পিছিয়ে দেয়। আমাদেরও ভুল হয়। তবে মনে রাখবেন, আমাদের ভুলগুলো ইচ্ছাকৃত নয়। তাই আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন আপনারা।’
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘সাংবাদিক মানে হলো জনতার কণ্ঠ। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি আমরা। আপনাদের লেখনীতে বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো প্রাধান্য পাবে, এটাই কামনা করি।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক বলেন, ‘বেড নিউজ ইজ গুড নিউজ’ স্লোগানের দিন শেষ। মানবিক আবেদনের নিউজগুলো সামনে নিয়ে আসতে হবে আমাদের। আমরা চাই আপনাদের রিপোর্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো উঠে আসবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিপু, হামিদ উল্লাহ খলিলুর রহমান, ওমর ফারুক, সুজন ঘোষ, হুমায়ুন মাসুদ, ফারুক আব্দুল্লাহ, সৈয়দ বাইজিদ ইমন, সাবেক সাধারণ সম্পাদক সবুর শুভ, তাসনীম হাসান, জোবায়ের চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক জমির উদ্দিনসহ অনেকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজ তুহিন। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘গবেষণা না করেই ভাতা পাচ্ছেন শিক্ষকেরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হন। এ ছাড়া অ্যাকটিভ সাংবাদিক ক্যাটাগরিতে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপনডেন্ট মোহাম্মাদ আজহার এবং ফিচার ক্যাটাগরিতে দৈনিক আজাদীর চবি প্রতিনিধি ইমাম ইমু সেরা সাংবাদিক নির্বাচিত হন।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বর্ষসেরা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে বেলা ১১টায় চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবিসাসের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতারা।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমাদের সব নিউজই ইতিবাচক হওয়া উচিত। কারণ, পড়াশোনায় যে খারাপ, সে-ও উৎসাহ পেলে পড়াশোনায় ভালো করে। তাই বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোকে ইতিবাচকভাবে তুলে ধরলে আমরাও ভালো করার জন্য উৎসাহ পাব। আমাদের মধ্যে ভুলত্রুটি থাকতেই পারে। কিন্তু আমরা অনেক ভালো কাজও করি। চেষ্টা করি সবার আগে ছাত্রদের কথা ভেবে সিদ্ধান্ত নিতে। কিন্তু এরপরও অনেক সময় সবকিছু আমাদের পক্ষে ইতিবাচকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না।’
উপাচার্য আরও বলেন, ‘আমার ওপর অনেক চাপ আসে। অনেক বাধা উপেক্ষা করে আমি প্রশাসনের সবাইকে নিয়ে কাজগুলো করার চেষ্টা করি। আমরা সবার জন্যই চেষ্টা করছি। কিন্তু কিছু নেতিবাচক নিউজ আমাদের কাজকর্ম পিছিয়ে দেয়। আমাদেরও ভুল হয়। তবে মনে রাখবেন, আমাদের ভুলগুলো ইচ্ছাকৃত নয়। তাই আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন আপনারা।’
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘সাংবাদিক মানে হলো জনতার কণ্ঠ। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি আমরা। আপনাদের লেখনীতে বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো প্রাধান্য পাবে, এটাই কামনা করি।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক বলেন, ‘বেড নিউজ ইজ গুড নিউজ’ স্লোগানের দিন শেষ। মানবিক আবেদনের নিউজগুলো সামনে নিয়ে আসতে হবে আমাদের। আমরা চাই আপনাদের রিপোর্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো উঠে আসবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিপু, হামিদ উল্লাহ খলিলুর রহমান, ওমর ফারুক, সুজন ঘোষ, হুমায়ুন মাসুদ, ফারুক আব্দুল্লাহ, সৈয়দ বাইজিদ ইমন, সাবেক সাধারণ সম্পাদক সবুর শুভ, তাসনীম হাসান, জোবায়ের চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক জমির উদ্দিনসহ অনেকে।
জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।
১১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাবর্তন অনুষ্ঠানে ডি. লিট ডিগ্রি পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি দেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকলেও কিছু ব্যক্তির আচরণ সেই ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে।আজ সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বল
১৭ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
২২ মিনিট আগে