Ajker Patrika

বেইলি রোডে কাচ্চি খেতে গিয়ে লাশ হয়ে ফিরল কুমিল্লার তিন বোন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ২১: ৫৯
বেইলি রোডে কাচ্চি খেতে গিয়ে লাশ হয়ে ফিরল কুমিল্লার তিন বোন

ঢাকার বেইলি রোডে  গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার দুই আপন বোন ও এক খালাতো বোন নিহত হয়েছেন। তাঁরা হলেন—আপন দুই বোন ফৌজিয়া আফরিন রিয়া, সাদিয়া আফরিন আলিশা ও খালাতো বোন নুসরাত জাহান নিমু। 

ফৌজিয়া আফরিন রিয়া লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের চরবাড়িয়া এলাকার হাজি কোরবান আলীর মেয়ে। রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর সাদিয়া আফরিন আলিশা ঢাকার ভিকারুননিসা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

অপর দিকে কোরবান আলীর ভায়রা ভাই কুমিল্লা সদর উপজেলার বাসিন্দা আবদুল কুদ্দুসের মেয়ে নুসরাত জাহান নিমু (১৮) ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আজ শুক্রবার সকালে তিনজনের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি কুমিল্লায় নেন স্বজনেরা। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। দূরদূরান্ত থেকে স্বজনেরা আসেন সান্ত্বনা দিতে। 

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার তিন বোনের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা আজ দুপুরে কোরবান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন বিলাপ করতে। এ সময় দুই মেয়ে হারিয়ে পাগলপ্রায় গার্মেন্টস ব্যবসায়ী কোরবান আলী জানান, তাঁর বড় মেয়ে ফৌজিয়া আফরিন রিয়া মালয়েশিয়া ইসলামি ইউনিভার্সিটিতে এমবিএ ফাইনাল পরীক্ষার্থী ছিলেন। কয়েক দিন আগে তাঁর সঙ্গেই বাংলাদেশে আসেন। আগামীকাল শনিবার রিয়ার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল।  

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন কোরবান আলী। তিনি বলেন, ‘আমার মেয়ে মালয়েশিয়া ফিরে যাবে। তাই তারা দুই বোন এবং আমার ভায়রা ভাইয়ের মেয়েসহ প্রথমে পিৎজা হাটে যায়। সেখানে কার্ড পাঞ্চ করে। প্রথমে বেইলি রোডে আগুনের ঘটনা শুনে আমরা নিশ্চিত হই মেয়েরা ভালো আছে। 

‘পরে হঠাৎ ফোন আসে। মেয়েরা চিৎকার করতে করতে বলে, “বাবা আমরা বেইলি রোডে কাচ্চি ভাইয়ে। এখানে আগুন লাগছে। আমাদের বাঁচাও বাঁচাও।’ এরপর দৌড়ে সেখানে গিয়ে দেখি, আমার দুই মেয়েসহ আমার ভায়রা ভাইয়ের মেয়ের মরদেহ পড়ে আছে। আমি এ শোক কেমনে সইব!’ 

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার তিন বোনের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা চাচা লোকমান হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রথমে যারা বেঁচে ছিলেন তাঁদের বিল্ডিং থেকে নামানো হচ্ছে। যখন জীবিতদের নামানো শেষ হয়, তখন কলিজা মোচড় দিয়ে ওঠে। আমার ভাতিজারা আর বেঁচে নেই।’ 

আজ বাদ জুমা নুসরাত জাহান নিমু (১৮) এবং বিকেল ৪টার দিকে রিয়া ও আলিশার জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

এদিকে ঢাকা বেইলি রোডের কাচ্চি ভাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার কতজন নিহত তা এখনো নিশ্চিত করতে পারেনি কুমিল্লা জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত