Ajker Patrika

সড়ক দুর্ঘটনার ৩০ দিন পর চিকিৎসাধীন পুলিশ সদস্যের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার ৩০ দিন পর চিকিৎসাধীন পুলিশ সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য আবদুল্লাহ আল পিয়াস মারা গেছেন। ৩০ দিন চিকিৎসাধীন থেকে আজ ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সদস্য পিয়াস চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দেরখীল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে। তিনি গণভবনে দায়িত্ব পালন করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর আবদুল্লাহ আল পিয়াস মোটরসাইকেল যোগে ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। সেখানে তাঁর একটি পা কেটে ফেলা হয়। মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকলে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। বুধবার গণভবন ও রাজারবাগ পুলিশ লাইনসে পৃথক জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে নেওয়া হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘পুলিশ সদস্য আবদুল্লাহ আল পিয়াস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি আমাদের পুলিশ হেড কোয়ার্টার থেকে জানানো হয়েছে। বিকেলে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত