Ajker Patrika

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাস থেকে নামতে গিয়ে পা থেঁতলে গেল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০৭
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাস থেকে নামতে গিয়ে পা থেঁতলে গেল শিক্ষকের

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে বাস থেকে নামতে গিয়ে চাকার নিচে পা পড়ে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর ওই স্কুলশিক্ষকদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। 

আহত শিক্ষক রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

জানা যায়, অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য রহমত উল্লাহ বাসটিতে ওঠেন। এ সময় অক্সিজেন থেকে নিউ মার্কেট ১৭ টাকা দাবি করেন বাসের হেলপার। এটা নিয়ে উভয়ের মধ্যে বাড়াবাড়ি হয়। তর্কাতর্কির একপর্যায়ে স্টেশন রোডের বটতলি এলাকায় তাকে নামতে না দিয়ে নতুন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় রহমত উল্লাহ চলন্ত বাস থেকে নেমে পড়েন। 

শিক্ষকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনায় আহত রহমত উল্লাহকে থানায় একটি অভিযোগ দেওয়ার  জন্য বলেছি। উনি অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় আপাতত বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি নেজাম। 

 ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়েছিল রহমত উল্লাহর। বাড়াবাড়ির একপর্যায়ে পরে তিনি বাস থেকে নামতে যান। নামার সময় অসাবধানতাবশত ওনার পা চাকার নিচে পড়ে গিয়েছিল। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত