Ajker Patrika

কসবায় বাল্যবিবাহ বন্ধ, বিয়ের খাবার এতিমখানায় বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের অভিযানে এই আয়োজন বাতিল করা হয়। তিনি কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসীর বিয়ের দিন ধার্য হয়। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর এবং তাদের লোকজন পালিয়ে গেছে।

এরপর বরযাত্রী ও অতিথিদের জন্য রান্না করা খাবার ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। ছাত্রীটি যেন এখন থেকে স্কুলে যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়ির খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তা ছাড়া ছাত্রীটি যাতে স্কুলে যেতে পারে, তা-ও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন যাঁরা

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত